পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুহাটগুলো

 

খাইরুজ্জামান সেতু: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুহাটগুলো। প্রতিটি হাটেই দেশীয় গরু প্রচুর আমদানি হলেও বিক্রেতাদের দাবি বিক্রি হচ্ছে না। আর ক্রেতাদের দাবি গরু মালিকরা দাম বলছে বেশি। এদিকে রাস্তার ওপর পশুহাট বসায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে জনসাধারণের ব্যাপক ভোগান্তি পোয়াতে হচ্ছে।

               চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটে সরেজমিন গিয়ে দেখা গেছে প্রচুর পরিমাণ দেশীয় গরুর আমদানি হয়েছে। নেই ভারতীয় গরু। তবে গরু-ছাগল কিনতে আসা ক্রেতাদের অভিযোগ গরুর মালিকরা আকাশ ছোঁয়া দাম হাকাচ্ছে। পক্ষান্তরে গরু বিক্রি করতে আসা মালিকরা জানান বেচাবিক্রি ভালো না। নেই ব্যপারী। আর গরুর দাম বেশি নয়। দেশীয় গরুর দাম যে দাম সে দামই আছে। অপরদিকে ডুগডুগি পশুহাট চুয়াডাঙ্গা-যশোর মাহসড়কের পাশে হওয়ায় হাট ইজারাদার সড়কের ওপরেই পশুহাট বসিয়েছে। এমন কি যাত্রী ছাউনিতে বসে বিক্রি রসিদ দিতে দেখা গেছে হাটমালিকের লোকদের। এতে জনসাধারণকে ভোগান্তির শিকার হতে দেখা গেছে। এখন জনসাধারণের দাবি ঈদ সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে যে পশুহাটগুলো আছে সেগুলো যেন মহাসড়কের ওপর না বসায়। ডুগডুগি পশুহাট ইজারাদার মনোয়ার আহম্মেদ জানান, আমাদের হাটে কোনো প্রকার ভারতীয় গরু এবার নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের নিবিড় সহযোগিতায় শান্তশিষ্টভাবে হাট বসছে। আর রাস্তায় পশুহাট বসানোর বিষয়ে তিনি জানান, স্থান সঙ্কুলান না হওয়ায় রাস্তায় বসানো হয়েছে।