পদ্মায় ফেরির ধাক্কায় পাথরবোঝাই ট্রলার ডুবি

 

স্টাফ রিপোর্টার: পদ্মা নদীর লৌহজং চ্যানেলে একটি ড্যাম ফেরির থোবালের সাথে ধাক্কা লেগে একটি পাথরবোঝাই ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজও নেই। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার বিআইডব্লিওটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, মাওয়া থেকে জাজিরার উদ্দেশে ছেড়ে যাওয়া পাথরবোঝাই ট্রলারটি ফেরিটিকে ধাক্কা দেয়ার পরপরই তলিয়ে যায়। পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজের জন্য পাথর নিয়ে ট্রলারটি যাচ্ছিল বলেও জানিয়েছেন তিনি। মাওয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, ট্রলারে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পেয়েছেন।