নৌবাহিনীর নতুন প্রধান নিজামউদ্দিন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদকে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে বেছে নিয়েছে সরকার। ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে আগামী ২৭ জানুয়ারি থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত নৌবাহিনীর নেতৃত্ব দেবেন নিজামউদ্দিন আহমেদ। এই দায়িত্বে তিনি অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হবেন। সরকার সম্প্রতি নৌ ও বিমানবাহিনী প্রধানের পদকে সেনাবাহিনীর জেনারেল র্যাংকের সমান মর্যাদায় উন্নীত করায় অবসরে যাওয়ার মাত্র ১০ দিন আগে এম ফরিদ হাবিব ‘ভাইস এডমিরাল’ থেকে ‘এডমিরাল’ হন। মাদারীপুরের সন্তান নিজামউদ্দিন আহমেদের জন্ম ১৯৬০ সালে। ১৯৮১ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি ফ্রান্সের কলেজ ইন্টারেমি ডি ডিফেন্স কলেজ থেকে পিএসসি ডিগ্রি পান।