নির্ধারিত সময়ের মধ্যেই কুঠিবাড়ী ভাঙন থেকে রক্ষায় বাঁধ সম্পন্ন করা হবে : আনিসুল হক

 

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কুঠিবাড়ী ভাঙন থেকে রক্ষায় ২০৫ কোটি টাকার রক্ষা বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্ট্রার আনিসুল হক মাহমুদ। গতকাল শুক্রবার দুপুরে কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুরে এ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ কাজ  সমাপ্ত করা হবে। এ কাজ শেষ হলে পদ্মার ভাঙনে রবীন্দ্র কুঠিবাড়ী বিলীন হওয়ার আশঙ্কা আর থাকবে না। এছাড়াও এলাকার মানুষ ভাঙন থেকে রক্ষা পাবে।

এ সময় মন্ত্রী বলেন, সরকার আমাদের ইতিহাস কৃষ্টি কালচার রক্ষায় সর্বদা তৎপর। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খননের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরাও সেদিকে এগুচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গঙ্গা ব্যারেজ সম্পর্কে মন্ত্রী বলেন, এখন পানির লেভেল নিচে নেমে গেছে, সেকারণে সঠিক পরিমাণের পানি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ভারত বাংলাদেশের উভয় কারিগরি টিম পরীক্ষা নিরীক্ষা করছে। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ সময় স্থানীয় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌসসহ পানিসম্পদ বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুটি হেলিকাপ্টার যোগে মন্ত্রী সহযোগীদের নিয়ে ঢাকা থেকে সুলতানপুর মাঠে এসে পৌঁছান।