নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন আর ১৮ দলীয় জোটের নয়, গণমানুষের দাবি : আমজাদ হোসেন এমপি

গাংনী প্রতিনিধি: নির্দদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল সফলভাবে পালন করায় বিএনপি জাতীয় কমিটির সহত্রাণবিষয়ক সম্পাদক মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য আমজাদ হোসেন মেহেরপুর জেলাবাসীসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল এদেশের মানুষ স্বতস্ফূর্তভাবে পালনের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি এখন আর ১৮ দলীয় জোটের নয়। এ দাবি এখন এদেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। হরতালে হাজার হাজার নারী-পুরুষ মাঠে নেমে এ স্বৈরাচার জালিম সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। সরকার বুঝতে পেরেছে এদেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই তারা ষড়যন্ত্রের নীলনকশার মাধ্যমে এদেশে পাতানো নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসার যে নীলনকশা করছে তা কোনোদিনই সফল হবে না। জনগণের সকল মতামতকে উপেক্ষা করে পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রি পরিষদ। তাই সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে তাদের পতন ঘটানোর আহবান জানান তিনি।