নিচের বাজারে এক ব্যবসায়ীর জরিমানা : অন্যদের সতর্ক

চুয়াডাঙ্গায় পণ্যে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ ও পণ্যে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে গত ১৫ মে থেকে দেশব্যাপী দ্বিতীয় দফায় বিশেষ অভিযান শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিচের বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও ফখরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন জেলা পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, বেঞ্চ সহকারী কামরুজ্জামানসহ একদল পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, নিত্য প্রয়োজনীয় পণ্য সংরক্ষণে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে নিচের বাজারে অভিযান চালানো হয়। এ সময় পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় বখতিয়ার স্টোরের মালিককে ৮শ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আর যেন এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে সতর্ক করে দেয়া হয়। এছাড়া ওই বাজারের প্রতিটি দোকানের মালিককেও একই সতর্ক বার্তা দেন ভ্রাম্যমাণ আদালত। গেল ১৫ মে থেকে সারাদেশে দ্বিতীয় দফায় এই বিশেষ অভিযান শুরু করেছে সরকার। এর আগে জনসচেতনতা বাড়াতে অটো রাইচ মিল, হাস্কিং মিল, চাতাল মালিক, অটো ফ্লাওয়ার মিল, ময়দার মিল ও তফশিলভুক্ত ১৭টি পণ্যের স্থানীয় পর্যায়ে সাধারণ ব্যবসায়ীদের সকলকে আইন মেনে চলার জন্য বার্তা প্রেরণ করার মাধ্যমে অনুরোধ জানায় পাট অধিদফতর।