নায়েকের বক্তব্যে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ভারতের ৫৫ জনের তালিকা

 

মাথাভাঙ্গা মনিটর: ইসলামি বক্তা হিসেবে খ্যাত ভারতের জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসে জড়িয়েছেন- এমন ৫৫ জনের একটি তালিকা করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। গত মঙ্গলবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসলামি এই বক্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলো দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশের পর দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ৫৫ জনের এই তালিকা করে। তালিকায় থাকা ওই ৫৫ জনকে গত প্রায় এক দশকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হয়। ওই ব্যক্তিরা বলেছেন, তারা জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত হয়েছেন বা তার বক্তব্য প্রচার করা অনুষ্ঠান দেখেছেন।

সূত্র জানায়, তালিকায় থাকা ব্যক্তিরা বলেছেন, তারা এসআইএমআই, লস্কর-ই-তাইয়েবা, ইন্ডিয়ান মুজাহিদীন, আইএস প্রভৃতি গোষ্ঠীর সাথে যুক্ত। অতীতে জাকির নায়েকের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি ফৌজদারি মামলার বিষয়বস্তুও যাচাই করছে নিরাপত্তা সংস্থাগুলো।