নাস্তিপুর থেকে সোয়া ৯ কেজি রুপাসহ দুজন আটক

দামুড়হুদার সুলতানপুর বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

 

দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুর বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে নাস্তিপুর থেকে সোয়া ৯ কেজি রুপাসহ দু চোরাকারবারীকে আটক করেছেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর মাথাভাঙ্গা নদীর ধারে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, নাস্তিপুর সীমান্তের ৭৯নং মেন পিলার সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় নাস্তিপুরের আব্দুল মতিনের ছেলে রুস্তম আলী (২০) ও জয়নাল আবেদীনের ছেলে সুজনকে (২০)। এ সময় রুস্তম ও সুজনের কাছে থাকা ৯টি থলে মাথাভাঙ্গা নদীর পানিতে ফেলে দেয়। দীর্ঘসময় ধরে নদীর পানিতে তল্লাশি চালিয়ে রুপা ভর্তি ৯টি থলে উদ্ধার করে বিজিবি। ৯টি থলেয় থাকা ৯ কেজি ২শ গ্রাম রুপা উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১৫ লাখ ৮২ হাজার ৪শ টাকা বলে জানিয়েছেন লে. কর্নেল মনিরুজ্জামান। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে আটককৃত রুস্তম ও সুজনের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।