নারীর প্রতি সহিংসতা শূন্যের কোটায় আনার লক্ষ্যে জেলা লোকমোর্চার মতবিনিময়

আসুন সকলে ঐক্যবদ্ধভাবে যেকোন নির্যাতনের প্রতিরোধ গড়ে তুলি

 

স্টাফ রিপোর্টার: নারীর প্রতি সহিংসতা শূন্যের কোঠায় আনার লক্ষ্যে সরকারি-বেসরকারি ও সমমনা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দকে ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বলেন, আমরা সেদিনই সফল হবো যেদিন নারীর প্রতি সহিংসতা শূন্যের কোটায় আনতে পারবো। যদি নিজ নিজ স্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব করি তাহলে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারবো। সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন।

তিনি বলেন, লোকমোর্চা ঘটনার গভীরে যায়, সমস্যা চিহ্নিত করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। আমরা বিশ্বাস করি আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আমরা সবাই চায় আমাদের জেলায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে তথা সমগ্র বাংলাদেশে সার্বিক উন্নয়ন যেন অবদান রাখতে পারি। আসুন সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে সে সকল প্রতিষ্ঠানকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলায় সকলের সমন্বয়ে নারী ও শিশুর প্রতি যে সহিংসতা ও নির্যাতন তা আমরা শূন্যের কোটায় আনবো। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেকোনো নির্যাতনে প্রতিরোধ গড়ে তুলি। নুঝাত পারভীনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আতিয়ার রহমান, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নুরুন নাহার কাকলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, ওয়েভ ফাউন্ডেশনের জহির রায়হান। বক্তব্য রাখেন- নারীনেত্রী রাশিদা হাসনু আরা, মানবাধিকার রাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাড. আব্দুল খালেক, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল ইসলাম, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ব্র্যাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক বিল্লাল হোসেন, পাসের ইলিয়াস হোসেন, রিসোর, জাহিদুল ইসলাম, সিডিএফ’র আসমা হেনা চুমকি প্রমুখ।