নারায়ণগঞ্জ-৫ আসনে রাব্বির মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার: ঋণখেলাপির দায়ে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে উপনির্বাচনের প্রার্থীসন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বিরমনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। ঋণখেলাপির দায়ে গতকাল রোববার সকালেরাব্বির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জেলা নির্বাচন কমিশন সূত্রেজানা গেছে।জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ঋণখেলাপির দায়ে রোববারসকালে রাব্বির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই সাথে বিএনএফ মনোনীতপ্রার্থী আবু হামিদুর রেজা খান ভাষানীর মনোনয়নও বাতিল হয়েছে। অন্যদিকে নগরআওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ও নাগকির কমিটিরপ্রার্থী এসএম আকরামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে মনোনয়ন বাতিলের পররফিউর রাব্বী এ ব্যাপারে আপীল করবেন বলে সাংবাদিকদের জানান।৩০ এপ্রিলভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম নাসিম ওসমানগেলে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৬ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিতহবে।