নাটোরে ইউপি চেয়ারম্যান খুন

স্টাফ রিপোর্টার: নাটোরের সিংড়া উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ফজলার রহমান ফুনু (৫৬) সিংড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। কলম ইউপি চেয়ারম্যান ছিলেন তিনি। গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা সদরে এক বৈঠকের পর মোটরসাইকেলে ওই গ্রাম হয়ে কলম ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ফজলার হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছেন। হামলায় ফজলারের সঙ্গী জাহেদুল ইসলাম (২৫) আহত হয়েছেন। নাটোর সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে। সিংড়া থানর ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইউপি চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিলো। কিন্তু পথেই তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, জাহেদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোরা ও কয়েকটি গুলির খোসা জব্দ করেছে। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ সিংড়ায় নেয়া হয়। বর পেয়ে সদর হাসপাতালে যান এলাকার এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ স্থানীয় নেতারা। থানা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান দাবি করেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলমের সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকের সাথে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।