নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৭১

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার রাজধানী আবুজার উপকণ্ঠে একটি জনাকীর্ণ বাস স্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১২৪ জন। গত সোমবার সকালে ব্যস্ত সময়ে বোমাটি বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গত দু বছরের মধ্যে দেশটির রাজধানীর কাছে এ ধরনের আর কোনো হামলা হয়নি। মানুষের ছিন্নভিন্ন দেহ ও রক্ত বাস স্টেশনটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। আবুজা থেকে ৮ কিলোমিটার দূরের ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী মিমি ড্যানিয়েলস বলেন, “বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলাম আমি। এ সময় কানে তালা লাগানো একটি বিস্ফোরণের শব্দ শুনলাম, তারপর ধোঁয়া দেখতে পেলাম। আতঙ্কিত লোকজন চারদিকে ছোটাছুটি করছিলো। রয়টার্সের এক ফটোগ্রাফার স্টেশনটিতে ২০টি মৃতদেহ দেখেছেন। রয়টার্সের আরেকজন সাংবাদিক অপেক্ষারত অ্যাম্বুলেন্সে ১৫টি মৃতদেহ ওঠাতে দেখেছেন।