নরসিংদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডারবিস্ফোরণ হয়ে নারীসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে আগুনে পুড়ে মারাগেছেন দুই গাড়ির চালক। আহত হয়েছে প্রায় ৫০ জন। গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকেঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরীএলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোট লেখা পযর্ন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচলবন্ধ রয়েছে।নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিদ্দিসরী গ্লার্স স্কুলের ১বর্ষের ছাত্রী সোহানা আক্তার, রায়পুরা এলাকার মজনু।

জানাযায়, সিলেটথেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রী বাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কেরশিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছুলে একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরিত দিক থেকে আসা ভৈরবগামী মেঘালয় পরিবহনেরযাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাসদুটির সামেনের অংশদুমড়ে মুচড়ে যায়। এসময় বাসে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িতে আগুন লেগে যায়।আগুনেরলেলিহান দুটিগাড়িতেই ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থালেই আগুনে পুড়ে তিনজন মারাযায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো ৪ জন। আহত হয় কমপক্ষে ৫০ যাত্রী।দুঘর্টনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ওস্থানীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।