নরসিংদীতে অল্পের জন্য রক্ষা পেলো প্রশিক্ষণ বিমান

 

 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতেঅল্পের জন্য রক্ষা পেয়েছে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ-৭ বিজি।গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলার রায়পুরা উপজেলার কাশিমনগর গ্রামেবিমানের ২টি ড্রপট ট্যাংক ভূপাতিত হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত বিমানটি ঢাকারকুর্মিটোলার বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাটিতে নিরাপদে অবতরণ করেছে। এতে কেউহতাহত হয়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে দুটিযুদ্ধ বিমান আকাশে উড়ছিলো। হঠাৎ একটি বিমান থেকে ধোয়া বের হতে থাকে। বিমানটিথেকে বিকট শব্দে দুটি বস্তু মাটিতে পড়ে। এর একটি অংশ কাশিমনগর গ্রামেরঅহিদ মিয়ার বাড়ি সংলগ্ন সড়কের পাশে পড়ে। আরেকটি সাবেক ইউপি সদস্য শাহ আলমেরবাড়ির পাশ্ববর্তী ডোবায় পড়ে। এতে এলাকাবাসী প্রথমে বিমান বিধ্বস্ত হওয়ারআশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে দেখে দুটি বড় আকৃতির বস্তু। খবরপেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিমানের অংশ দুটিকে ঘিরে রাখে।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ নেওয়াজ খালেদ ও এ এসপি সার্কেল মোস্তফাঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেল ৪টার দিকে ঢাকা থেকে বিমানবাহিনীর একটিদল ঘটনাস্থল গিয়ে বিমানের ধ্বংসস্তুপ উদ্ধার করে।বিমানবাহিনী জানায়, বস্তু দুটি বিমানবাহিনীর যুদ্ধ বিমান এফ-৭ বিজির ড্রপট ট্যাংক। এতেবিমানের অতিরিক্ত জ্বালানি বহন করে। ধ্বংসাবশেষটি ১৫ ফুট লম্বা ও ৫ ফুটব্যাসার্ধের গোলাকৃতি।