নবীর শিক্ষা করোনা ভিক্ষা এই হোক আমাদের সকলের দীক্ষা

চুয়াডাঙ্গার বেগমপুর তিতুদহ ইউনিয়ন ভিক্ষুক বাছাই পুনর্বাসনকরণ অনুষ্ঠানে সদর ইউএনও মৃনাল কান্তি দে

 

নজরুল ইসলাম: খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্তরণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ও তিতুদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপিদ্বয়ের হলরুমে ভিক্ষুক বাছাইকরণ ও ভিক্ষুক পুনর্বাসন চাহিদা নিরুপণ বিষয়ক পৃথক দুটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার এবং তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। প্রধান অতিথি বলেন, ভিক্ষাবৃত্তি একটি অসম্মানজনক পেশা। কেউ ভিক্ষা করে অভাবে আবার কেউ করে স্বভাবে। যে কারণেই হোক না কেন, ভিক্ষার সাথে জড়িত ব্যক্তিকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। ভিক্ষাবৃত্তি পরিহার করিয়ে তাদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল সামী, সিএ এখলাস উদ্দীন। বেগমপুর ইউপি সচিব আসাবুল হক মাসুদ ও তিতুদহ ইউপি সচিব ফয়জুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- বেগমপুর ইউপি সদস্য আলী কদর, আবু সালেহ, জিল্লুর রহমান, আমিনুল ইসলাম, কায়েস উদ্দীন, আবুবক্কর, তিতুদহ ইউপি সদস্য বাবুল আক্তার, ফজলুর রহমান, আকতার হোসেন, মনিরুজ্জান মনি, মঈন উদ্দীন শেখ, মজিবর রহমান, সোহরাব হোসেন, জাকির হোসেন, শাহারবানু, রওশানারা খাতুন মৌসুমী বেগম, জাকির হোসেন প্রমুখ।