নবনির্বাচিত পৌর কাউন্সিলরদের দোকানের বেঞ্চে দেখে কৌতূহল

কামরুজ্জামান বেল্টু: কী এমন ঘটলো যে, চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত ৯ কাউন্সিলরই হাসপাতাল এলাকার এক দোকানের বেঞ্চে? আয়েশি খোশ গল্প? নাকি অন্য কিছু? গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষার পর জানা গেলো জবাবটা।
গতপরশু চুয়াডাঙ্গা কলোনীতে মারামারিতে রক্তাক্ত জখম হয়েছেন শাহার আলী। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার এমএলএসএস। হাসপাতালে ভর্তি। তাকে দেখতে নবনির্বাচিত মেয়রসহ সকল কাউন্সিলর এক সাথে হাসপাতালে ঢুকবেন বলেই দোকানের বেঞ্চে দীর্ঘ সময় ধরে চুটিয়ে গল্প। মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু সন্ধ্যা ৭টার দিকে পৌছুলে সকলে মিলে হাসপাতালের পুরুষ সার্জিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন শাহার আলীর শয্যাপাশে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।
শাহার আলীকেই শুধু নয়, হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ রোগীর পাশেই নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলরা যান ও চিকিৎসার খোঁজখবর নেন। চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মু্ন্সি মো. রেজাউল করিম খোকন, নাজমুস সালেহীন লিটন, জাহাঙ্গীর আলম মল্লিক খোকন, গোলাম মোস্তফা শেখ মাস্তার, রাশেদুল হাসান, আবুল হোসেন, সিরাজুল ইসলাম মনি ও একরামুল হক মুক্তাকে বসে থাকতে দেখে, কেউ কেউ মন্তব্য করতে গিয়ে বলেন, এরকম মিল রেখে সম্মিলিত প্রচেষ্টায় পৌর পরিষদ চালাতে পারলে উন্নয়নের ধারা নিশ্চয় নতুন মাত্রা পাবে।