নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্তসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীবৃন্দের স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: অতীতের ন্যায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে স্কেল কার্যকরের দিন থেকে তা প্রদান করতে হবে। এমপিওভুক্তির শর্ত পূরণকারী স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্স পাঠদানকারী শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। এ দাবিসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে ২১ দফা দাবি নিয়ে চুয়াডাঙ্গা জেলার জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমানের আহ্বানে জেলা ফ্রন্টের নেতৃবৃন্দ কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

জেলা ফ্রন্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাশিস’র সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এ.কে.এম আলী আখতার, সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী, মহিলা বিষয় সম্পাদিকা রেবেকা সুলতানা, সদস্য একরামুল হক, সদস্য মশিউর রহমান শান্তি, সহসাধারণ সম্পদাক বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক ইমদাদুল হক, সদস্য রাশিদুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।