দৌলতপুর সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমান্তের ১৪৮/২ এস সীমানা পিলারের ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিজিবি’র ১৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন পিএসসি। উপস্থিত ছিলেনকুষ্টিয়া সেক্টরের জিএসও টু মেজর তারেক মাহমুদ সরকার, ভারপ্রাপ্ত উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান।বিএসএফ’র পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী সুনীল কুমার সিং। বৈঠকে মাদক চোরাচালান রোধ, কাঁটাতারের বেড়া না কাটা, সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থাপনা তৈরিতে উভয় দেশ সম্মত হওয়া, নিয়মিত খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।