দৌলতপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ধরা খেল নিজের জামাই!

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেলিগাংদিয়া গ্রামের এক মৎস্যখামারীকে ফাঁসাতে গিয়ে নিজের পাতানো জালেই ফেঁসে গেলেন তার জামাই। এ নিয়ে এলাকায় চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দৌলতপুরের রিফাইতপুর তেলিগাংদিয়া গ্রামের কামরুল ও তার সহযোগীরা একই এলাকার মৎস্যখামারী মিজানুর রহমান কাজলের মৎস্যখামারটি দখলের জন্য তার বিরুদ্ধে হামলা, মামলাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিলো। ষড়যন্ত্রের অংশ হিসেবে গত রোববার কামরুলের জামাই আশিক (২৬) মিজানুর রহমান কাজলের চন্দনাপাড়ার বাড়ির পেছনে বালির নিচে দেশি তৈরি পিস্তল ও ধারালো অস্ত্র লুকিয়ে রাখে এবং র‌্যাবকে ফোন করে জানায় সেখানে কাজল অস্ত্র লুকিয়ে রেখেছে। খবর পেয়ে র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দেশি তৈরি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এরপর র‌্যাব সদস্যরা মিজানুর রহমান কাজলসহ স্থানীয়দের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। র‌্যাব তাদের অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পর সন্ধানদাতা আশিককে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। আশিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, তেলিগাংদিয়া গ্রামের মৎস্যখামার নিয়ে দু পক্ষের বিরোধ চলছে। তাই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এ ধরনের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে।