দৌলতপুরে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল্লাহ জিপিএ-৫ পেয়েছে

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল্লাহ আল শাইম জিপিএ-৫ পেয়েছে। সে মথুরাপুর পিপলস কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া একমাত্র ছাত্র।

উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের দরিদ্র কৃষক মনিরুল হক ও গৃহিনী চায়না বেগমের ছেলে আব্দুল্লাহ আল শাইম পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এরপর থেকে সে চোখে কম দেখতে থাকে এবং এক পর্যায়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এ অবস্থায় এসএসসিতে জিপিএ-৪ পায়। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। মথুরাপুর পিপলস কলেজের উপাধ্যক্ষ আজমল হোসেন জানান, ছেলেটি রেটিনাইটিস পিগমেন্ট টোজা নামক রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে। সে কলেজে তার আত্মীয়ের সহায়তায় নিয়মিত ক্লাস করতো। বাড়িতে তার মায়ের মুখে শুনে পড়া মুখস্থ করতো এবং শ্র“তিলেখক নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আব্দুল্লাহ আল শাইম ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়।