দৌলতদিয়া পতিতালয় থেকে গৃহবধূ উদ্ধার : দুজন আটক

স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ দৌলতদিয়া পতিতালয় থেকে এক গৃহবধূকে (২৭) উদ্ধার করেছে। পুলিশ জানায়, গত ২২ এপ্রিল বুধবার বিকালে রাজবাড়ীর সাইফুল ইসলাম নামের এক পূর্বপরিচিত ব্যক্তি চাকরি দেয়ার কথা বলে ওই গৃহবধূকে রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ে আসে। সেখানে তাকে পতিতালয়ের তারা রানী সূত্রধরের কাছে বিক্রি করে। গৃহবধূকে জানানো হয় এখানে বাইরে থেকে আসা ব্যক্তিদের শুধু আপ্যায়ন করতে হয়। এর বিনিময়ে প্রতিদিন ভালো টাকা ভাতা দেয়া হবে।

গৃহবধূ জানায়, পতিতালয়ে প্রবেশের পর বহিরাগত পুরুষদের আচরণে তিনি বুঝতে পারেন এটি খারাপ জায়গা। পরে আগত খরিদ্দারদের অনুরোধের পর তাদের মাধ্যমে বিষয়টি গতকাল বুধবার সকালে থানা পুলিশ জানতে পারে। বেলা আড়াইটার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই নাজমুল হুদা গৃহবধূকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তারা রানী সূত্রধর (৩৮) ও বাড়িওয়ালা আলেকজান ওরফে কালি বাড়িওয়ালীকে (৪৫) আটক করে। গোয়ালন্দঘাট থানার এসআই নাজমুল হুদা জানান, দুই সন্তানের জননী গৃহবধূকে উদ্ধারের পর পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।