দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পরীক্ষ‍ামূলকভাবে ফেরি চলাচল শুরু

মাথাভাঙ্গা অনলাইন :  টানা ৪০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ার নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।বুধবার দুপুর দেড়টায় দিকে ফেরি কুমারী পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।  নতুন খনন করা চ্যানেল দিয়ে পরীক্ষ‍ামূলকভাবে এ ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এনএসএম শাহাদত আলী  জানান, আপাতত চারটি কে টাইপ ফেরি দিয়ে এই নৌ রুট সচল রাখা হবে।
তিনি জানান, বিআইডব্লিউটিএ’র ‍প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নতুন চ্যানেল দিয়ে হাল্কা যানবাহন পারাপারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, এই কাজ তদারকির দায়িত্বে আছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারোয়ার হোসেন।
উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ ধরেই প্রায় প্রতিদিনই নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সর্বশেষ রোববার রাত থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।