দৈনন্দিন সৃষ্ট ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে

চুয়াডাঙ্গায় জাতীয় সেনিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: ‘পয়ঃবর্জের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত সেনিটেশন সম্ভাবনা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় সেনিটেশন মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু উন্নত সেনিটেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে বলেন, চুয়াডাঙ্গাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে। দৈনন্দিন সৃষ্ট ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কারণ যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয়। এতে স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এ ব্যাপারে পৌর নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র।
এ সময় প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, সচিব কাজি শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউসার, এএইচএম শাহিদুর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বক্কর বিশ্বাস, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, টিকাদান সুপার ভাইজার আলী হোসেন, ভারপ্রাপ্ত সেনিটারি ইন্সপেক্টর নারগিস জাহান, পৌর কাউন্সিলরসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।