দেশ এক সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে

 

স্টাফ রিপোর্টার: বর্তমানেদেশ এক সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেনট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালকইফতেখারুজ্জামান। গতকালরোববার ফরিদপুরে স্থানীয় সচেতন নাগরিক কমিটির (সনাক)কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে দেশ এক সংকটজনক অবস্থারমধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতা লুটপাটসহঅনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। ফলে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো বেশিক্ষতিগ্রস্ত হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।সনাক এবং তাদের সহযোগী সংগঠনের সাথে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সনাকেরসভাপতি মজিবর রহমান। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সনাকের সাবেকসভাপতি আলতাফ হোসেন, সহসভাপতি শিপ্রা গোস্বামী, সনাক সদস্য আবদুল খালেকপ্রমুখ।দেশের বর্তমান অবস্থা কাম্য নয় উল্লেখ করে টিআইবির নির্বাহীপরিচালক বলেন, দেশ স্বাধীন করার সময় আমাদের মনে অনেক স্বপ্ন ছিলো। তিনিবলেন, সরকার আমাদের তাদের প্রতিপক্ষ মনে করে। কিন্তু আমরা সরকারেরপ্রতিপক্ষ নই। সরকারের ভেতরের একটি অংশের সমালোচনা শোনার ক্ষমতা কম থাকায়তারা মনে করে, টিআইবি সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে।