দেশে ২ লাখের বেশি অবৈধ বিদেশি

 

স্টাফ রিপোর্টার: দেশে অবৈধভাবে ২ লাখের বেশি বিদেশি নাগরিক রয়েছেন যাদের বেশিরভাগই ভারতের। এর পরের ধাপে শ্রীলংকা ও পাকিস্তানসহ অন্যান্য দেশের নাগরিক। কোনো ধরনের অনুমতি ছাড়াই এরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। এভাবে তারা উপার্জিত অর্থের বড় অংশ নির্বিঘ্নে নিজ দেশে পাঠাচ্ছেন যার পরিমাণ ৫ বিলিয়ন ডলার বা ৪০ হাজার কোটি টাকা।

অপরদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্য বলছে, শুধু ভারতেরই পাঁচ লাখ নাগরিক বাংলাদেশে কাজ করেন যারা ২০১৫ সালেই তাদের দেশে নিয়ে গেছেন ৩০ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বিষয়টিকে খুবই উদ্বেগজনক তথ্য হিসেবে দেখছেন। অর্থনৈতিক ক্ষতি ছাড়াও এসব বিদেশীরা দেশের আইনশৃংখলার জন্য চরম হুমকি।

এদিকে বিদেশীদের পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কোনো দফতরের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এমনকি এখানে অবৈধভাবে কত সংখ্যক লোক বসবাস করছেন তার সঠিক হিসাব বের করতে তেমন কোনো উদ্যোগও নেয়া হয়নি।