দেশের স্বার্থেই প্রতিটি শিশুকে মেধাবী করে গড়ে তুলতে হবে

দামুড়হুদার লোকনাথপুরে মিড ডে মিলের উদ্বোধনকালে জেলা প্রশাসক সায়মা ইউনুস

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন উদ্দীন বেল্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদের মেধা বিকাশের জন্য প্রতিটি অভিভাবককে বিশেষ যত্নবান হতে হবে। দেশকে এগিয়ে নিতে দেশের স্বার্থেই প্রতিটি শিশুকে স্বাস্থ্য সবল এবং মেধাবী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা ইন্সট্রাক্টর জামাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার নূর জাহান, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, আবিদ আজাদ, তাসকীর আহম্মেদ, হুমায়ুন কবির, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা, প্রধান শিক্ষিকা জেনিফার ইয়াসমিন, উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিকাত আলী, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি নজরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মহিদুল হক সেন্টু, জাহাঙ্গীর হোসেন, সাম্পান শাহ, ফারুক হোসেন, আব্দুর রশিদ, ওমিদুল হক বিশ্বাস, ছানোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয়ের ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদানসহ ৪১৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।