দেশের টুকরো

বেনাপোল বন্দরে পাঁচ হাজার টন চাল খালাস নেয়া হচ্ছে না

স্টাফ রিপোর্টার: ভারত থেকে আমদানি করা ৬০টি পণ্য চালানের প্রায় ৫ হাজার টন চাল বেনাপোল বন্দর থেকে খালাস নিচ্ছেন না আমদানিকারকরা। তারা আশা করছেন সরকার চালের ১০ ভাগ শুল্ক প্রত্যাহার করবেন। এমন আশায় আমদানিকারকরা বেনাপোল বন্দরে আমদানিকৃত প্রায় ২০০ ভারতীয় চাল বোঝাই পণ্যবাহী ট্রাক আটক রেখেছে। গতকাল মঙ্গলবার সকালে দেখা যায়, বন্দরের ৩১ নম্বর ট্রানশিপমেন্ট ইয়ার্ডের পাশের সড়কে ইয়ার্ডে প্রবেশের অপেক্ষায় ১৯টি চাল বোঝাই ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে। চাল খালাস না নেয়ায় বেনাপোল বন্দরে যানজটসহ পণ্যজটও বাড়ছে প্রতিদিন। এদিকে ভারতের অংশে পেট্রাপোল বন্দরে এবং বনগাঁও এবং চাকদা সড়কে প্রায় দেড়শ  চাল বোঝাই  ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এ সব ট্রাক বাংলাদেশে প্রবেশের পর খালাস না নিলে  বন্দরে একদিন থাকার পর ট্রাক প্রতি  প্রতিদিনের ট্রাক ডেমারেজ দিতে হবে এমনটা ভেবে আমদানিকারকরা এ সব ট্রাক গ্রহণ করছেন না।

তরুণীকে উদ্ধার করে সাগরে নিখোঁজ তরুণ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরপাড়ে এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম নাকিব মোহাম্মদ খাব্বাব। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি কুমিল্লা। তার বাবার নাম শফিকুল ইসলাম। নাকিবের সহপাঠী রাকিব হাসান তমাল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর একটি দল মুরাদপুর সাগর উপকূলে বেড়াতে আসেন।