দেশের টুকরো

মুক্তিপণের টাকাসহ ডিবি সদস্যকে আটক করলো সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের টাকাসহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাত সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। নগদ ১৭ লাখ টাকাসহ গতকাল বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, আবদুল গফুর নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে অপহরণ করে ডিবির ওই দলটি। এরপর মুক্তিপণ হিসেবে ১৭ লাখ টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। পরে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানালে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে সাতজনকে আটক করা হয়। আটক করা ডিবি সদস্যদের জেলা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

৩৭তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ : উত্তীর্ণ ৫৩৭৯

স্টাফ রিপোর্টার: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার বিকেলে কমিশন সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯। উত্তীর্ণ পরীক্ষার্থীদের শিগগিরই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ৮ হাজার ৫২৩ জনের মধ্যে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd তে পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এক্ষেত্রে PSC37 Registration Number Send to ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে। গত এক সপ্তাহের ব্যবধানে পিএসসি ৩৬তম বিসিএসের চূড়ান্ত এবং ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলো। এখন বিভিন্ন নন-ক্যাডার নিয়োগসহ অন্যান্য পরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী। ৩৭তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।