দেশের টুকরো

সাগরে লঘুচাপ : বন্দরগুলোতে নম্বর সতর্ক সঙ্কেত

স্টাফ রিপোর্টার: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ এবং গাংঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। রোববার অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ এবং গাংঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

কাপড়ের রোলের ভেতর থেকে কেজি সোনা জব্দ

স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কাপড়ের রোলের ভেতর থেকে সাত কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসকিউ ৪৪৬) ফ্লাইটে একটি তৈরি পোশাক কারখানার নামে আমদানি করা ৪ রোল (২২ কেজি) একটি কাপড়ের চালান আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে ওই বিমানের মালামাল খালাস করার সময় পোশাক কারখানার জন্য আমদানি করা কালো রঙের কাপড়ের একটি রোল তল্লাশি করা হয়। এ সময় ওই রোলের ভেতর সাতটি সোনার বার খুঁজে পান শুল্ক গোয়েন্দারা।

ক্ষমা চেয়েছেন রিয়াজ, মিশা খসরু

স্টাফ রিপোর্টার: যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত ‘নবাব’ ও ‘বস ২’ ছবি দুটির মুক্তি ঠেকাতে এ বছর ২১ জুন চলচ্চিত্র পরিবারের আন্দোলনের সময় লাঞ্ছিত হন বাংলাদেশ প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ। তখন চলচ্চিত্র প্রদর্শক সমিতির ওই নেতা দাবি করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছনায় জড়িত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, খল চরিত্রের অভিনেতা মিশা সওদাগর এবং প্রযোজক খোরশেদ আলম খসরু। এ ঘটনার জন্য গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন রিয়াজ, মিশা ও খসরু। রাজধানীর রাজমণী ঈশা খাঁ হোটেলে ‘চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলনমেলা’ শিরোনামের এক অনুষ্ঠানে ক্ষমা চান তাঁরা। মিশা সওদাগর বলেন, ‘আমি যদি এ ঘটনার সাথে জড়িত থাকি, তাহলে আমার বিচার হবে। এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করব। সারাজীবন বলবো, নওশাদ ভাইয়ের মনে যদি জানা-অজানায়, ইচ্ছা-অনিচ্ছায়, আলোকে-আঁধারে কোনোভাবে এক ফোঁটা কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। মাফ করে দেবেন।’

সংসার ভাঙল নোভারায়হানের

স্টাফ রিপোর্টার: বিয়ের সাত বছরের মাথায় সংসার ভাঙলো  মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নোভা ও নির্মাতা রায়হান খানের। ২৬ আগস্ট তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করেন। প্রায় দুই বছর প্রেম করার পর ২০১১ সালের ১১ নভেম্বর  নির্মাতা রায়হান খানকে বিয়ে করেন নোভা। এ বছর ২৬ আগাস্ট ঢাকার জজকোর্ট কাজী অফিসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করেন। বিবাহ বিচ্ছেদের দেড় মাস পর খবরটি প্রকাশ্যে এনেছেন তারা। তাদের সান্নিধ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। নোভা  বলেন, ‘রায়হানের প্রতি আমার পূর্ণ সম্মান আছে, ভালোবাসাও আছে। কিন্তু ব্যবহারিক জীবনে সম্পর্কের ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে যে ধরনের দায়িত্বের ব্যাপারগুলো আছে তা ওর মধ্যে ঘাটতি ছিলো। ফলে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। আমি চাইছিলাম না আমাদের সন্তান সে দৃশ্য সব সময় দেখুক। তাই আমরা সমঝোতার ভিত্তিতেই আলাদা হয়ে গেছি।’