দেশি পর্যবেক্ষকদের ওপরই আস্থা রাখছে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানো সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ। তবে এ বিষয়ে কোনো ভাবনা নেই নির্বাচন কমিশনের। এখন দেশি পর্যবেক্ষক সংগঠন এবং সাংবাদিকদের ওপর আস্থা রাখছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। বিদেশি পর্যবেক্ষক না আসা প্রসঙ্গে গতকাল সোমবার সন্ধ্যায় কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, আপনারা দেখবেন, আপনারা বলবেন; আপনারা দেশবাসীকে দেখাবেন। আপনারা আছেন না? তিনি বলেন, তাদের (বিদেশি পর্যবেক্ষক) বিবেচনায় তারা আসবেন না, ফিল্ডে অন্যরা থাকবেন। আমাদের তো লোকাল অবজারভাররা আছেন, আপনারা আছেন। আপনারা দেখাবেন দেশবাসীকে, কী রকম নির্বাচন হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, বিদেশি কয়েকটি সংস্থা এসে নির্বাচন পর্যবেক্ষণ করলে ভালো হতো। অনেক দেশেই তো আমরাও যাই না, তারাও যায় না। কিন্তু এরা একটা অনুঘটক হিসেবে কাজ করে আর কী। তিনি বলেন, প্রত্যেকটি অর্গানাইজেশনের নিজস্ব একটি নীতিমালা রয়েছে, তারা সেটার মধ্যদিয়ে বিচার বিবেচনা করেই এখানে পর্যবেক্ষক পাঠাবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন।