দেশকে ভালো কিছু উপহার দিতে লেখাপড়ার বিকল্প নেই

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের মতবিনিময়সভা গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি বলেন নিজের উজ্জ্বল ভবিষ্যত গড়তে ও দেশকে ভালো কিছু উপহার দিতে লেখাপড়ার কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের দেয়া শিক্ষাখাতে সকল সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে। সরকার বছরের প্রথম দিন ১ম শ্রেণি থেকে ৯ শ্রেণির বই দিচ্ছে, উপবৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে তোমরা অনেক বড় হবে। বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লেখাপড়ার কোনো বিকল্ব নেই। শুধু পুঁথিগত বিদ্যায় বিদ্যা নয়, তার সাথে শিক্ষামূলক বইও পড়তে হবে। তিনি প্রতিশ্রুতি দেন কলেজে কারিগরি শাখা খোলার জন্য নতুন ভবন করে দেবো। এছাড়া কলেজের খেলার মাঠে মাটি ভরাট করা হবে। তোমাদের কাছে আমার চাওয়া আছে সেটা ভালো ফলাফলসহ জ্ঞানের অধিকারী হতে হবে। প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি তেতুল শেখ কলেজ শিক্ষা কমিটির চেয়ারম্যান আজিজুল হক, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, সাবেক চেয়ারম্যান শাখাওত হোসেন টাইগার, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আ. লতিফ সর্দ্দার, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন মালিতা, কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজি আব্দুর সাত্তার, হাজি আ. মালেক মোল্লা, জালাল উদ্দিন মহর, হাজি মাহাবুবুর রহমান, হাজি জয়নাল আবেদিন, আকিদুল ইসলাম, আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক অধ্যক্ষ গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক রেজাউল করিম।