দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহেরপুর শালিকা মানবকল্যাণ সংগঠনের আর্থিক অনুদান প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শালিকা মানবকল্যাণ সংগঠন আয়োজিত দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শালিকা মানবকল্যাণ সংগঠন ওই গ্রামের ১৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছে। এর আগে সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় শালিকা মানবকল্যাণ সংগঠনের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক খোরশেদ আলী। বিশেষ অতিথি ছিলেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আবু হানিফ, সহকারী শিক্ষক সোয়েব আলী, মুক্তিযোদ্ধা কামাল হোসেন ও মেহেরপুর আলিয়া মাদরাসার প্রভাষক খাইরুল আনাম। বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, শালিকা মানবকল্যাণ সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাসান আলী, রুবেল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মজনু, সহকারী হিসাবরক্ষক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য হোসেন আলী, সাবেক প্রধান শিক্ষক মহাসিন আলী, সমাজসেবক আবুল হোসেন, মো. আল আমিন, ইউপি সদস্য সাহাদত হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে মোট ১৮ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ২৭ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মেহেরপুর জেলা সমবায় কার্যালয়ে সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার।