দুর্নীতির অভিযোগে কাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ থেকে অপসারণের দাবি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান আনিচের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের কারণে তাকে সভাপতির পদ থেকে অবিলম্বে অপসারণের দাবিতে কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যকর্তৃক অনাস্থা প্রস্তাব এনে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, সহকারী শিক্ষক মুসলিমা খাতুন, ইউপি সদস্য শাহাজামাল হোসেন, অভিভাবক সদস্য ডলি খাতুন, সাইফুল্লাহ, শিক্ষানুরাগী সদস্য ইউনুচ আলী ও শাপলা খাতুন স্বাক্ষরিত অভিযোগপত্রটি উপজেলা শিক্ষা অফিসারের নিকট পেশ করা হয়। সেইসাথে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দামুড়গহুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ৮৪ নং কাদিপুর সরকারি প্রাখমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান আনিচ কমিটির সদস্যদের নিয়ে সভা না করেই গত ৩ মার্চ বিদ্যালয়ের আর্সেনিকমুক্ত পানীয় জলের ট্রাংক বিনষ্ট করে বিদ্যালয়ের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছেন। এছাড়া তিনি বিদ্যালয়ের উন্নয়নের উন্নয়নের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত সিলিপের ২০ হাজার টাকা উত্তোলন করেন এবং সিডিউল মোতাবেক কাজ না করে উক্ত ২০ হাজার টাকা আত্মসাতের চেষ্টা করছেন। যা সম্পূর্ণ সরকারি নিয়মের পরিপন্থি। এমতাবস্থায় তিনি যদি সভাপতির পদে বহাল থাকেন তাহলে বিদ্যালয়ের বড় ধরনের ক্ষতির হতে পারে এবং বিদ্যালয়ের প্রকৃত শিক্ষা কার্যক্রম ব্যহত হতে পারে। বিদ্যালয়ের সাথেই তাকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।