দুবাইয়ে বিচার হচ্ছে বাংলাদেশির

মাথাভাঙ্গা মনিটর: দুবাইয়ের একটি এটিএম বুথ থেকে ৩৯ হাজার ২০০ দিরহাম চুরিরদায়ে এক বাংলাদেশি শ্রমিকের বিচার হচ্ছে দুবাইয়ের অপরাধ আদালতে। মামলারবিবরণীতে জানা যায়, দুবাইয়ের একটি ব্যাংকের একজন গ্রাহক এটিএম মেশিনেরমাধ্যমে শপিং মলে টাকা উঠাচ্ছিলেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তিনি আরটাকা উত্তোলন করতে পারেননি। গ্রাহক ব্যাংককে এই ঘটনার কথা জানান। ব্যাংকঅনুসন্ধান করে দেখতে পায়, যান্ত্রিক ত্রুটির কারণেই ব্যাপারটি ঘটেছে।কিন্তু পরবর্তিতে ক্যামেরা ফুটেজে দেখা যায়, শপিং মলের বাংলাদেশি ক্লিনারমেশিনের ভেতর হাত দিয়ে কিছু টাকা বের করে আনেন। এ ঘটনা কর্তৃপক্ষকে নাজানিয়ে প্রাপ্ত অর্থ নিজের কাছে রেখে দেন তিনি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলেতিনি চুরির বিষয়টি স্বীকার করেন ও ২৬ হাজার ১৯৯ দিরহাম দেশে পাঠিয়ে দেয়ার কথাবলেন। অর্থ দেশে পাঠানোর কাগজপত্রও দেখান তিনি। বাকি ৫ হাজার ৬০০ দিরহাম তার কাছেআছে বলে জানা যায়। আদালতে আনা হলে প্রথমে সেই চুরির কথা অস্বীকার করেনতিনি। এরপর দাবি করেন, তিনি এ টাকা মেশিনের বাইরে পেয়েছেন। আদালত আগামী ১৩জুলাই এ মামলার রায় দেবেন।