দুটি প্যানেলে ১৫টি পদে ৩০ জন প্রার্থী ভোটযুদ্ধে মুখোমুখি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে-২০১৫ মনোনয়নপত্র উত্তোলন ও জমা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের জন্য পৃথক দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৮ নভেম্বর শুক্রবার জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ১৫৭ জন। আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী সভাপতি পদে নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে বেলাল উদ্দিন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী সভাপতি পদে আব্দুল ওহাব মল্লিক ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ভোটযুদ্ধে মুখোমুখি। অন্য পদের মধ্যে সহসভাপতি দুটি পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- আশরাফুল ইসলাম খোকন, নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম (১) ও মনসুর উদ্দীন মোল্লা। যুগ্ম সম্পাদক দুটি পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- হানিফ উদ্দিন, খন্দকার অহিদুল আলম, শফিকুল ইসলাম শফি ও এসএম শরীফ উদ্দীন হাসু। সদস্য ৯টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- মোখলেছুর রহমান, জায়েন উদ্দীন পান্না, জীল্লুর রহমান জালাল, সুজাউদ্দীন, নাসির উদ্দীন (৩), রুবিনা পারভীন, মশিউর রহমান পারভেজ, মাসুদুর রহমান রানা, রবিউল হক রবি, মমতাজ খাতুন, হুমায়ূন কবীর, আবু তালেব বিশ্বাস, আনারুল হক, তসলিম উদ্দীন ফিরোজ, মাসুদ পারভেজ রাসেল, আব্দুল মুকিম, আব্দুল্লাহ আল মামুন এরশাদ ও হারুনর রশিদ বাবুল। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য এমএম মনোয়ার হোসেন প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।