দুই দিনের টানা বর্ষণে জীবননগরে ফসলের কোটি টাকার ক্ষতি

 

জীবননগর ব্যুরো: চলতি বর্ষা মরসুমে দ্বিতীয় বারের মতো গত ২ দিনের টানা ভারি বর্ষণের কারণে চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবর্ষণের কবলে পড়ে প্রায় দুইশ্রাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। ভেসে গেছে পুকুর ও খাল-বিলের মাছ।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ জানান, টানা বর্ষণের কারণে আঊশ ধান, বেগুন, পটোল, মরিচসহ শাক-সবজি ডুবে গেছে। ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা। রোববার ও গতকাল সোমবারের ভারি বর্ষণে উপজেলা শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অপরিকল্পিত রাস্তাঘাটসহ নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে ২ দিনের ভারি বৃষ্টিতে পৌর এলাকার সড়কের ওপর হাঁটু পানি জমে গেছে। এতে ড্রেনের নোংরা ও ময়লা পানি উপচে ছড়িয়ে পড়ছে। ফলে পথচারীসহ এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।