দুই দশক পর নায়ক হলেন মিশা

স্টাফ রিপোর্টার: নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নায়ক হয়ে চলচ্চিত্রে আগমন করেন মিশা সওদাগর। দুটি ছবিতে নায়ক হয়ে অভিনয়ও করেন তিনি। পরবর্তীতে একের পর এক ছবিতে খলনায়ক হিসেবে অভিনয় করা শুরু করেন। খলনায়ক হিসেবে সেই সময়ের অন্যসব খলনায়ক রাজীব, আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান, নাসির খান, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদী এদের টপকে তিনি নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেন। ক্যারিয়ারের দু দশক পার করার পর আবারও বড় পর্দায় নায়ক হয়ে আসছেন এই অভিনেতা। ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে তাকে। গতকাল থেকে ছবির শুটিং করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ছবিতে মিশা সওদাগরের সাথে অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু, আইরিন, নিম্মি, রিমা, শাহেদ শরিফ খান প্রমুখ। ছবিতে অভিনয় প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, এর গল্পটি আমার অনেক ভালো লেগেছে। সেই সাথে আমার চরিত্রটিও উপভোগ করার মতো। চরিত্রটিই এমনভাবে গড়ে উঠেছে যে, আমি আসলেই হিরো। ছবিতে সেরূপ গানও থাকছে আমার। আশা করছি সব মিলিয়ে ভালোই হবে।