দিনব্যাপি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সংবর্ধনা এবং নির্বাচনী গণসংযোগকালে এমপি আলী আজগার টগর

সকল ভেদাভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিন

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ফের দলীয়ভাবে মনোনীত হওয়ায় বিভিন্ন দলীয় সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা অব্যাহত রয়েছে। সেইসাথে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশ জোরেশোরে। সন্ধ্যার পর করেছেন নির্বাচনী গণসংযোগ। সংবর্ধনা ও গণসংযোগকালে এমপি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী আ.লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা টিকিয়ে রাখতে হবে। এ দেশের মানুষকে এখন বেশি মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে হয় না। কৃষকদের সারের জন্য দিতে হয় না লম্বা লাইন। হতে হয় না হয়রানি। আজকের সমাজে টাকার অভাবে কোনো শিক্ষার্থীকে ঝরে পড়তে হয় না। বয়স্কদের হতে হয় না অন্যের মুখাপেক্ষী। সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি আর শোনা যায় না। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। এ শান্তির ধারা বজায় রাখতে আ.লীগ তথা মহাজোট সরকারের বিকল্প নেই। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলুন। গতকাল রোববার বিকেলে জীবননগর উপজেলা ছাত্রলীগের দুটি পক্ষ পৃথক পৃথকভাবে সংবর্ধনা দিয়েছেন এমপি আলী আজগার টগরকে। দর্শনা পুরাতন বাজারস্থ বাসভবনে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেন। সন্ধ্যায় কেরুজ সবুজ সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলের নৌকা দিয়ে সংবর্ধনাসহ একাত্মতা ঘোষণা করেন। পৃথক তিনটি সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা, শরীফ উদ্দিন, নাজমুল, মানিক, রিমন,লিটন, মামুন, মিসকাত, সুজন, নিজাম, রবিন, সবুজ, তুহিন, ইকবাল, মেহেদী হাসান, সাইফুল, আলমগীর, শামীম, বিল্লাল, ইমরাণ, দবির, হাসান প্রমুখ। সন্ধ্যার পর এমপি টগর দলীয় নেতাকর্মীদের নিয়ে দর্শনা পৌর শহরের মেমনগর ও দামুড়হুদার পারকৃষ্ণপুরে নির্বাচনী গণসংযোগ করেন। তিনটি সংবর্ধনা ও গণসংযোগকালে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা মুনতাজ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, আ. রফিক কাবি, মোশাররফ হোসেন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, সাবির হোসেন মিকা, আব্দুস সালাম ভুট্টো, ফারুক হোসেন, ইকবাল হোসেন, সোলায়মান কবির, আশরাফুল আলম বাবু, সাজাহান মোল্লা, ফয়সাল প্রমুখ। সংবর্ধনাকালে কেরুজ সবুজ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মেদ সবুজ, হাসান মেম্বার, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, বিশারত আলী, আ. রশিদ, সিরাজুল ইসলাম, শিবলু প্রমুখ।