দামুড়হুদা বোয়ালমারীর ভূমিহীনদের মধ্যে খাসজমি স্থায়ী বন্দোবস্তের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নাটুদাহ বোয়ালমারীর খাসজমি ভূমিহীনদের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্তের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। গ্রামের যেসব দখলকৃত খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত ছিলো তা স্থায়ীভাবে দেয়ার জন্য গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি পেশ করে জাতীয় কৃষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা।

সমিতির সাধারণ সম্পাদক জামাত আলী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা পাকিস্তান সরকারের সময় থেকে ওই জমি ভোগদখল করে আসছেন। পরে চারুলিয়া গ্রামের লতিফ খাঁ ভূমিহীনদের উচ্ছেদ করার জন্য ওই জমির জাল কাগজ বানিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ভূমিহীনদের পক্ষে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে জাতীয় কৃষক সমিতি। ওই মামলায় জালকারী লতিফ খাঁ পরাজিত হন। দখলকৃত ওই জমি এখন ভূমিহীনদের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত দেয়ার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করে জাতীয় কৃষক সমিতি জেলা শাখা।