দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করেন। স্কুল পর্যায়ে সদস্য পদে ৬ প্রার্থীর মধ্যে মুনসুর আলী পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক, ইমরান আকাশ ইমান পেয়েছেন (ফুটবল), এম নুরুন্নবী পেয়েছেন (আনারস), আ. মালেক পেয়েছেন (চেয়ার), সাইদুর রহমান পেয়েছেন (মাছ) এবং আবুল হাশেম পেয়েছেন (বই) প্রতীক। কলেজ পর্যায়ে ৩ প্রার্থীর মধ্যে আবুল বাশার পেয়েছেন (ছাতা), সুজাত আলী পেয়েছেন (মই) এবং সৈয়দ তিতুয়ার রহমান পেয়েছেন (বৈদ্যুতিক পাখা) প্রতীক। এছাড়া স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে নারী সদস্যপদে ২ প্রার্থীর মধ্যে সুমাইয়া পারভীন বেবী পেয়েছেন (আম) এবং ঝরনা খাতুন পেয়েছেন (কাপ-পিরিচ) প্রতীক।

উল্লেখ্য, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি গঠনের লক্ষ্যে আগামী ২৫ মে নির্বাচনের দিনধার্য করে তফসিল ঘোষণা করা হয়। স্কুল পর্যায়ে দুজন পুরুষ সদস্যের বিপরীতে লড়ছেন ৬ জন, কলেজ পর্যায়ে দুজন পুরুষ সদস্যের বিপরীতে লড়ছেন ৩ জন এবং স্কুল ও কলেজ থেকে একজন নারী সদস্যের বিপরীতে লড়ছেন দুজন প্রার্থী।