দামুড়হুদা দেউলী ইটের সোলিংকরণ কাজে নিম্নমানের ইট ব্যবহার

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামে জেলা পরিষদের ইটের সোলিংকরণ কাজে নিম্নমানের ইট দিয়ে কাজ করায় গ্রামবাসী কাজ বন্ধ করে দিয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদ থেকে দেউলী গ্রামে রাস্তার ৭শ ফুট সোলিংকরণ কাজের বরাদ্দ দেয়। দু লাখ টাকা ব্যয়ে এ কাজে ঠিকাদার ৩ নং নিম্নমানের ইট দিয়ে কাজ করার সময় গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয়। দেউলী গ্রামের মেম্বার রাশেদুল ইসলাম জানান, ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে সোলিং কাজ করতে আসেন। ঠিকাদারকে জানানো হলেও তিনি ওই ইট দিয়েই কাজ করার চেষ্টা করেন। বিষয়টি জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।