দামুড়হুদা দেউলীর গরু ব্যবসায়ীকে অপহরণ : ভারতে নিয়ে আটকে রাখার অভিযোগ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দেউলী গ্রাম থেকে আনোয়ার হোসেন (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে অপহরণ করে ভারতে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের দেউলী গ্রামের মৃত ওদুদ ফকিরের ছেলে শাজাহান ও আজিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু এনে ব্যবসা করে আসছিলো। মাস পাঁচেক আগে শাজাহান ভারতীয় এক গরুব্যাপারীর নিকট ৫ লাখ (কেউ বলেছে ৩ লাখ ৭৫ হাজার, কেউ বলেছে ৬ লাখ) টাকার গরু বাকিতে নিয়ে আসে এবং তা পরিশোধ না করে নানা তালবাহানা শুরু করে। ওই ভারতীয় গরুব্যাপারী লোক মারফত কয়েকবার তাগাদা দিলে শাজাহান তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। শাজাহানকে না পেয়ে গত মঙ্গলবার রাত ২টার দিকে ভারতীয় ওই গরুব্যাপারী ১০/১২ জনের একটি দল নিয়ে দেউলী গ্রামে হানা দিয়ে আনোয়ারকে অপহরণ করে ভারতে নিয়ে চলে যায়। এ ঘটনায় অপহৃত আনোয়ারের পরিবারের লোকজন তাকে ফিরিয়ে আনার জন্য দেনদরবার অব্যাহত রেখেছে বলে জানা গেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। গ্রামবাসীর নিকট যতোটুকু জানতে পেরেছি শাজাহানের সাথে তাদের লেনদেন আছে। আনোয়ার মূলত শাজাহানের রাখাল হিসেবে কাজ করতো। অপহরণকারীরা আনোয়ারকে নয় শাজাহানকেই অপহরণ করতে এসেছিলো। তাকে না পেয়ে শেষমেষ আনোয়ারকে অপহরণ করে নিয়ে গেছে। তবে এ বিষয়ে তারা এখনও মামলা করেনি। মামলা করলে আইনগত সহযোগিতাসহ তাকে ফেরত আনার সার্বিক ব্যবস্থা নেয়া হবে।