দামুড়হুদা খাঁপাড়ার যুবলীগ নেতা মিরাজের দাফন সম্পন্ন

দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ শেষে ব্র্যাকমোড়স্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি শহিদুল ইসলাম, বর্তমান সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক বিল্লাল হোসেন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের অন্যতম নেতা এপিপি অ্যাড. আবু তালেব, সহসভাপতি হযরত আলী, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী খান ইছা মেম্বার, শমশের আলী, মতিয়ার রহমান মতি, মুনতাজ আলীসহ হাজারো মানুষ মরহুমের জানাজায় অংশ নেয়।
উল্লেখ্য, দামুড়হুদা খাঁপাড়ার মৃত আবু তাহেরের ছেলে যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ বেশ কিছুদিন যাবত ডায়বেটিস, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। প্রায় বছর তিনেক আগে তার ডায়বেটিস ধরা পড়ে। এ ছাড়া মাস ৩/৪ আগে ধরা পড়ে কিডনিসহ হার্টের সমস্যা। মাস খানেক আগে হঠাৎ অস্থস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ওখানে কয়েকদিন চিকিৎসার পর নেয়া হয় রাজশাহী মেডিকেলে। রাজশাহী মেডিকেলে চিকিৎসার এক পর্যায়ে তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকাতে বেশ কয়েকদিন চিকিৎসা শেষে গত সোমবার দামুড়হুদা গুলশানপাড়াস্থ নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। ওইদিনই তার বড় ভাই ফরজ আলী তাকে পৈত্রিক ভিটে খাঁপাড়ায় নিয়ে যান। ওখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে দুদিন পার হওয়ার পর বুধবার বিকেল ৪ টার দিকে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মারা যান যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ।