দামুড়হুদা কুড়ুলগাছির আদমব্যাপারী তরিকুলের বিরুদ্ধে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কুড়ুলগাছি আদমব্যাপারী তরিকুলের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি একই উপজেলার চিৎলা গ্রামের রিপনকে স্পেনে নিয়ে যাওয়ার কথা বলে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা ও ১৩ কাঠা জমি বায়না করিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা কুড়ুলগাছি গ্রামের মৃত ফলেহার মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম একই উপজেলার চিৎলা গ্রামের কিতাব আলীর ছেলে রিপনকে স্পেনে নিয়ে যাওয়ার কথা বলে ২০০২ সালের ২ ফেব্রুয়ারি ৬ লাখ ১০ হাজার টাকা দিয়ে ১৩ কাঠা জমি বায়না করিয়ে নেন। পরে একই বছরের ১৭ অক্টোবর রাত ৯টার ফ্লাইটে স্পেনে যাওয়ার জন্য ০০১২১১৩৬৯১৬০৮ নম্বরের একটি বিমান টিকেট হাতে ধরিয়ে দেন। যা ছিলো কম্পিউটার তৈরি করা ভুয়া। ওই তারিখে রিপন যেতে না পারায় টাকা ফেরত চাই কিতাব আলী। তরিকুল টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে ২০১৩ সালের ২৭ নভেম্বর চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ তরিকুলবকে আটক করে। সেখানে ১৫ দিনের মধ্যে ৩ লাখ টাকা ও একটি ফ্রিডম মোটরসাইকেল দেয়ার মর্মে মুচলেকা দেয়। ১৫ দিনের মধ্যে টাকা ও মোটরসাইকেল দিতে না পারলে তরিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে কিতাব আলী। বর্তমানে টাকা চাইলে খুনের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে বলে কিতাব আলী জানান। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে মানবতার জীবনযাপন করছে।