দামুড়হুদা উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা আইনশৃঙ্খলা, ভেজাল বিরোধী অভিযান, দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি, মাদক, চোরাচালান প্রতিরোধে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান, উপজেলা কৃষি অফিসার সুফি মোহা. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রকৌশলী মাহবুব উল হক, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা মডেল থানার এসআই আসাদ, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, ইন্সট্রাক্টর জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, ইফার উপজেলা সুপার ভাইজার আ. হাকিম, উপসহকারী প্রকৌশলী খালিদ হোসেন, পল্লি সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক তানভীর আহম্মেদ রুবেল প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিবলসভাবে কাজ করে যাচ্ছে। একটি কুচক্রি মহল নানা ধরনের গুজব ছড়িয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করার পাশাপশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাঁয়তারায় লিপ্ত হয়েছে। তাদের খুঁজে বের করে আইনে সোপর্দ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের এলাকায় বন্যার হার কম হলেও বর্তমান সময়ে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিধায় আমাদের বেশি বেশি করে তালগাছ লাগাতে হবে। সভায় বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি এবং এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে বিভাগীয় প্রধানগণ পৃথক পৃথকভাবে মতামত তুলে ধরেন। এছাড়া ভেজাল বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা ভালো রাখতে এলাকার বিভিন্ন বাইপাস সড়কগুলোর দু পাশের ঝোড় জঙ্গল পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।