দামুড়হুদা ইব্রাহিমপুরের পার্কে পাখিটি অসুস্থ : পশু সম্পদ কার্যালয়ে নিতেই মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: এক জোড়া উটপাখি দামুড়হুদা ইব্রাহিমপুরের মেহেরুন নেছা পার্কে নেয়া হয়েছিলো দর্শনার্থীদের আনন্দ দেয়ার জন্য। লাখ টাকা মূল্যে উটপাখি নিয়ে পার্কে সেবা যত্নও চলছিলো কর্তৃপক্ষের নির্দেশনা মতো। এরপরও একটি বাঁচানো গেলো না। অসুস্থ হলে গতকাল শনিবার দুপুরে নেয়া হয় চুয়াডাঙ্গা জেলা পশু সম্পদ কার্যালয়ে। চিকিৎসাও শুরু হয়। কিন্তু না, বাঁচানো যায়নি তাকে।

কী হয়েছিলো উটপাখির? বাঁচানো গেলো না কেন? চুয়াডাঙ্গা জেলা পশু সম্পদ বিভাগের চিকিৎসক বললেন, চিকিৎসার তেমন সময়ই পাওয়া গেলো না। সম্ভবত আবহওয়াজনিত সমস্যায় রোগাক্রান্ত হয়ে মারা গেছে। মেহেরুন নেছা পার্কের মালিক দেশের খ্যাতিমান আলফা এগ্রোসহ প্রায় ২১টি প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী ইব্রাহিমপুরের কৃতীসন্তান ড. আতিকুর রহমান মালিক। তিনি ড. এআর মালিক হিসেবেই পরিচিত। তার পার্কের এক কর্মচারী বললেন, দু দিন ধরে ঠিক মতো খাচ্ছিলো না উটপাখিটি। ঝিম ধরে ছিলো। চিকিৎসার জন্য পশু হাসপাতালে নেয়া হলো। পশু হাসপাতালে নিতেই মারা গেলো পাখিটি। পার্কের অপর পাখিটি তার জোড়া হারিয়ে মন খারাপ। জানি না ওরও যে কী হয়!