দামুড়হুদা ইউএনও সোনিয়া আফরিন উচ্চ ডিগ্রি অর্জনের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন

দর্শনা অফিস: উচ্চ ডিগ্রি আর্জনের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। দামুড়হুদা উপজেলার সাতটি ইউনিয়নের পক্ষ থেকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন এসএম কোর্স করার লক্ষ্যে দু বছরের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। আজ থেকে তিনি ২০১৫ সালের ৩১ মে পর্যন্ত সরকারি ছুটিতে থাকছেন। আগামী ১১ সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করলেও দামুড়হুদায় আজ রোববার তার শেষ কর্মদিবস। অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে তিনি দু বছরের এমএস কোর্স সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের ব্যবস্থাপনায় সব ইউনিয়নের পক্ষ থেকে ইউএনও সোনিয়া আফরিনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরিফুল ইসলাম মিল্টন, উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস, ইউপি সদস্য আব্দুর রহমান, খায়রুল বাসার, সাইফুল ইসলাম, আশিক ইকবাল চঞ্চল, হযরত আলী, নাসরিন আক্তার পারুল, রিজিয়া খাতুন প্রমুখ।