দামুড়হুদা ইউএনও’র ব্যক্তিগত তহবিল থেকে ১১৬ প্রাইমারী স্কুলে জাতীয় পতাকা প্রদান

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দশমী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের সভাপতিত্বে উপজেলার ১১৬টি স্কুলের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ওই সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবিদ আজাদ, সেলিম রেজা ও শাহরিয়ার কবির। সভায় উৎসবমুখর পরিবেশে ১ জানুয়ারি শিশুবরণ ও বই বিতরণসহ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং শিশু শিক্ষার্থীদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে দেশ প্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে জাতীয় পতাকা প্রদান করেন। এ সময় উপস্থিত সকল শিক্ষকবৃন্দ স্কাউট করতালির মাধ্যমে তাকে আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান সম্প্রতি পথশিশুদের নিয়ে তার একমাত্র সন্তানের জন্মদিন পালন করেন।