দামুড়হুদা আ.ওদুদ শাহ ডিগ্রি কলেজে মতবিনিময়কালে এমপি টগর

 

এ কলেজকে একটি আইডিয়াল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সমন্বয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি বলেন, একটি দেশের উন্নয়নের পূর্বশর্তই হলো মেধাসম্পন্ন শিক্ষিত জাতি তৈরি করা। যে দেশের মানুষ যতো শিক্ষিত সে দেশ ততো উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড এ কথাটি মাথায় নিয়ে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কর্মমুখি বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করার ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে পৌঁছুতে হলে অবশ্যই কলেজের লেখাপড়ার মান ভালো হতে হবে। আমি এ কলেজে ইতোমধ্যেই অনার্স কোর্স চালুর ব্যবস্থা করেছি, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ভবন তৈরি করা হয়েছে। সামনেই প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আবারও একটি নতুন ভবন নির্মাণ করা হবে। অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতায় আমি এ প্রতিষ্ঠানকে একটি আইডিয়াল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন, মসলেম মালিথা ও উপাধ্যক্ষ জিন্নাত আলী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- আশাবুল হক, জসিম উদ্দিন চকলা, শরীফুল আলম, আবুল হাশেম, ইউসুফ আলী, আবুল কাশেম, নুরুন্নবী, আবু তালেব, নাফিস আক্তার, মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা।