দামুড়হুদায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বর্তমান সরকার হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রকল্প গ্রহণ করেছেন। এ কর্মসূচির আওতায় একজন হতদরিদ্র কার্ডধারী বছরে মোট ৫ মাস চাল পাবেন। একজন মাসে ৩০ কেজি চাল নিতে পারবেন। উপজেলায় মোট ১৫ হাজার ২৩৫ জন হতদরিদ্রকে তালিকাভূক্ত করা হয়েছে। মোট ২৬ জন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। কোন রকম নয়-ছয় প্রমাণিত হলে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি দামুড়হুদা সদরে ডিলার আব্দুস সালাম, চিৎলা-গোন্দিহুদায় সাজু আহম্মেদ রিংকু এবং মোক্তারপুরস্থ শফিউল আলম সন্টু এ তিন ডিলারের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী উপ-খাদ্য পরিদর্শক শামসুল আলম চপল প্রমুখ।